আরেকটি একপেশে ম্যাচ। পুরো সিরিজেই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে একতরফা হারের পর ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে লঙ্কানরা। প্রথম ওয়ানডেতে ৪৯ রানে জয়ের পর দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে তারা অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ১৭৪ রানে। এর ফলে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।
টসে জিতে ব্যাটিং নিয়ে চারিথা আসালাঙ্কার নেতৃত্বাধীন দল প্রথমে ২৮১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১০৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এটি এশিয়ার মাটিতে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।
অস্ট্রেলিয়া মূলত এই সিরিজকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দেখছিল। সে লক্ষ্যেই তারা দ্বিতীয় ম্যাচে পাঁচটি পরিবর্তন এনেছিল। তবে প্রস্তুতিটা ভালো হলো না তাদের জন্য। দলে ফেরার পরও ট্রাভিস হেড (১৮) ও গ্লেন ম্যাক্সওয়েল (১) রানের বেশি করতে পারেননি।
শ্রীলঙ্কার দেয়া ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৩৩ রানের মধ্যে তারা তিন উইকেট হারিয়ে বসে। এরপর জশ ইংলিস ও অধিনায়ক স্টিভ স্মিথ ৪৬ রানের জুটি গড়লেও ইংলিস (২২) আউট হওয়ার পর আরও বড় ধস নামে। শেষ ২৮ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৭ উইকেট। স্মিথ সর্বোচ্চ ২৯ রান করলেও দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করতে পারেননি। শ্রীলঙ্কার স্পিনার দুনিত ভেল্লালাগে ৪ উইকেট, হাসারাঙ্গা ও আসিতা ফার্নান্দো ৩টি করে উইকেট শিকার করেন।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ঝলসে ওঠেন কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা। গলে শেষ টেস্টের দুই ইনিংসে ফিফটি করা মেন্ডিস ওয়ানডে সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ১১৩ বলে সেঞ্চুরি করে ১০২ রান করেন তিনি। আসালাঙ্কা ৭৮ রানের ইনিংস খেলেন। লিয়ানেগে ২১ বলে ৩২ রান করে লঙ্কানদের স্কোর ২৮১ রানে পৌঁছাতে সাহায্য করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।