ঢাকাThursday , 23 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজ, ১৯ মাস পর সিরিজ জয় বাংলাদেশের

BDKL DESK
October 23, 2025 8:47 pm
Link Copied!

 

ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায়। এর আগে সৌম্য সরকার (৯১ রান) ও সাইফ হাসানের (৮০ রান) ১৭৬ রানের রেকর্ড গড়া জুটির ওপর ভর করে বাংলাদেশ ২৯৬ রানের বড় পুঁজি গড়েছিল। এই দাপুটে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল মেহেদী হাসান মিরাজের দল।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুটা করেন সৌম্য-সাইফ জুটি। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উইন্ডিজ বোলাররা দিশেহারা হয়ে পড়ে। প্রায় ১০ বছর পর মিরপুরে দেখা যায় দেড়শোর্ধ্ব ওপেনিং জুটি। সাইফ হাসান আউট হন ৭২ বলে ৮০ রান করে, আর সৌম্য সরকার সেঞ্চুরি বঞ্চিত হয়ে ৮৬ বলে ৯১ রান করে বিদায় নেন।

দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও, নুরুল হাসান সোহান (৮ বলে ১৬) এবং মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) শেষদিকে ব্যাট চালিয়ে দলের সংগ্রহ ২৯৬ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

২৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ একাই উইন্ডিজের টপ অর্ডারের আলিক আথানাজে, ব্রেন্ডন কিং এবং আকিম আগুস্তেকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন। মাত্র ৩৫ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

অধিনায়ক শাই হোপের (৪ রান) উইকেট নেন তানভীর ইসলাম। এরপর রিশাদ হোসেন ৩ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ধস নামান। রিশাদের শিকার শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেসের মতো ব্যাটাররা।

শেষদিকে জাস্টিন গ্রেইভস ১৫ রান ও আকিল হোসেন ২৭ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলেও, মিরাজ ও তানভীরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বাংলাদেশের হয়ে রিশাদ ও নাসুম ৩টি করে এবং মিরাজ ও তানভীর ২টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ ১৭৯ রানের বিশাল জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয়। ১৯ মাস পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজ জয় পেয়েছিল টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।