ঢাকাSunday , 16 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সোহানের বীরোচিত সেঞ্চুরিতে জয়ে ফিরলো ধানমন্ডি

BDKL DESK
March 16, 2025 10:16 pm
Link Copied!

ঘরোয়া ক্রিকেটে বরাবরই সফল পারফর্মার, নির্ভরতার প্রতিক নুরুল হাসান সোহান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খুব জ্বলে না উঠলেও আগের ৪ ম্যাচেই (৫৮*, ৩৩, ৩৩, ২২) গড়পড়তা রান করেছেন। অবশেষে আজ দারুণভাবেই জ্বলে উঠেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব অধিনায়কের ব্যাট।

রোববার বিকেএসপি ৩ নম্বর মাঠে সোহানের চওড়া ব্যাটে দুই ম্যাচ পর আবার জয়ের পথ খুঁজে পেয়েছে ধানমন্ডি ক্লাব। শাইনপুকুরকে ৯৭ রানে হারিয়েছে দলটি। ধানমন্ডির ৯ উইকেটে ২৭৭ রানের জবাব দিতে নেমে শাইনপুকুর গুটিয়ে গেছে ৪৫.৩ ওভারে ১৮০ রানে।

সোহানের ‘বিগ হান্ড্রেডে (১৩১ বলে ১৩২*) ২৭৭ রানের লড়াকু পুঁজি পেলেও একটা সময় ধুঁকছিল ধানমন্ডি। ওপরের দিকে তরুণ হাবিবুর রহমান সোহান (৪২ বলে ৪৫) ছাড়া ইয়াসির আলী রাব্বি ও ফজলে রাব্বিরা কেউই রান পাননি। স্কোরবোর্ডে ৪৫ রান জমা পড়তেই খোয়া যায় ৩ উইকেট। এরপর ৭৬ রানে আউট হন আরও এক ব্যাটার।

এমন অবস্থায় শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক সোহান। একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি হাত খুলে রান চাকা সচল রাখেন তিনি। তাকে সহযোগিতা করেন বাঁহাতি স্পিনার সাঞ্জামুল ইসলাম নয়ন। সাঞ্জামুলকে নিয়ে পঞ্চম উইকেটে ১১৩ রানের জুটি গড়েন সোহান। এ জুটিতে সাঞ্জামুলের অবদান ছিল ৪০ রানের। সোহান শেষ পর্যন্ত ১৩টি বাউন্ডারি আর ৪ ছক্কা হাঁকিয়ে অপরাজিত থেকে দলকে ২৭০ রানের ঘরে পৌঁছে দেন।

পরে ধানমন্ডির বোলাররা, বিশেষ করে অভিজ্ঞ কামরুল ইসলাম রাব্বি (৩/২৩) ও বাঁহাতি স্পিনার সাঞ্জামুল (৪/৪৯) সেটাকেই জয়ের জন্য যথেষ্ঠ বলে প্রমাণ করেন। বড় জয়ে মাঠ ছাড়ে আশরাফুলের শিষ্যরা। ৫ ম্যাচে ধানমন্ডির তৃতীয় জয়ের বিপরীতে শাইনপুকুর হারলো চতুর্থবারের মতো।
সংক্ষিপ্ত স্কোর

ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৭৭/৯ (হাবিবুর রহমান সোহান ৪৫, ফজলে রাব্বি ১২, নুরুল হাসান সোহান ১৩২, সাঞ্জামুল ৪০, মইন খান ৬, এনামুল হক এনাম ১৪, কামরুল ইসলাম রাব্বি ১১; রায়ান রাফসান রহমান ৩/৪৫, রাফিউজ্জামান ২/৪৬, আলী মোহাম্মদ ২/৪৯), আনোয়ার হোসেন ১/৩৮)।
শাইনপুকুর: ৪৫.৩ ওভারে ১৮০/১০ (রানা শেখ ১৩, অনিক সরকার ১৯, রহিম আহমেদ ৪২, মিনহাজুল আবেদিন সাব্বির ৩৫, রায়ান রাফসান ১৩, আলী মোহাম্মদ ২২, রাফিউজ্জামান রাফি ১৫; কামরুল ইসলাম রাব্বি ৩/২৩, সাঞ্জামুল ৪/৪৯, হাবিবুর রহমান সোহান ১/২ জিয়া ১/১৮, এনামুল হক আনাম ১/৩১)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফল: ধানমন্ডি ক্লাব ৯৭ রানে জয়ী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।