নারী ওয়ানডে বিশ্বকাপে ইতোমধ্যে ১৯টি ম্যাচ হয়ে গেছে। ইংল্যান্ড ও ভারতের ম্যাচ ছাড়া বাকি আছে আরও ৮ ম্যাচ। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ৯। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে যাবে আর দুটি দল। সেই দুটি টিকেট পেতে এখনও লড়াইয়ে আছে ৬ দল। কিন্তু এই ৬ দলের মধ্যে সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে কারা, চলুন সেই হিসেবটা মিলিয়ে দেখি।
এখন পর্যন্ত ৪ ম্যাচের কোনোটিতেই হারের মুখ দেখেনি ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। অন্যদিকে ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে ভারত। ইন্দোরে আজ মুখোমুখি হয়েছে এই দুই দল। ভারত জিতলে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, ৬ পয়েন্ট নিয়ে চারেই থাকবে তারা। আবার ইংল্যান্ড হারলেও তারা থাকবে ৩ নম্বরেই।
তবে ভারত যদি আজ হেরে যায়, তাহলে ইংল্যান্ড এক লাফে উঠে যাবে টেবিলের শীর্ষে। আর ভারত নেমে যাবে যদি বড় ব্যবধানে না হারে, তাহলে তারা ৪ নম্বরেই থাকবে।
অন্যদিকে আজকের ম্যাচসহ বাকি দুই ম্যাচ যদি ভারত জিতে যায়, তাহলে কোনো হিসাব-নিকেশ ছাড়াই তারা চলে যাবে সেমিফাইনালে। ভারতের সামনে বাকি দুই প্রতিপক্ষ হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই তিন ম্যাচের মধ্যে যদি একটিতে ভারত হেরে যায়, তাহলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। শুধু নিউজিল্যান্ডকে হারালে রানরেট বাড়াতে হবে। শুধু বাংলাদেশকে হারালে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডকে জিততে হবে।
দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কিছুটা বেকায়দায় আছে নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচ তাদের জিততেই হবে। সঙ্গে অন্য দলগুলোর ম্যাচের ফলও থাকতে হবে তাদের অনুকূলে। ভারতকে হারতে হবে ইংল্যান্ড বা বাংলাদেশের কাছে। কিংবা ইংল্যান্ডকে হেরে যেতে হবে অন্তত দুই ম্যাচে। ভারতের কাছে হেরে গেলে অবশ্য নিউজিল্যান্ডের টুর্নামেন্ট শেষ। তবে নেট রানরেট কিছুটা তাদের পক্ষে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের চেয়ে তাদের অবস্থান কিছুটা ভালো।
বাংলাদেশের সেমিতে যাওয়ার আশা খুবই ক্ষীণ, তবে একেবারে শেষ হয়ে যায়নি। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে, দুটিতেই জিততে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে। তারা যেন ভারত ও নিউজিল্যান্ড- দুই দলকেই হারায়। যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ৬ পয়েন্ট করে থাকে, তখন বড় জয়ের দরকার হবে বাংলাদেশের। কারণ, রানরেটে তারা অনেক পিছিয়ে। তাই শুধু জয় নয়, জিততে হবে বড় ব্যবধানে। এই হিসেব মিলে গেলে তবেই সেমির টিকেট পাবে বাংলাদেশ।
অন্যদিকে শ্রীলঙ্কার সেমিতে যাওয়ার রাস্তাটা বেশ কঠিন। তাদের বাকি থাকা দুই ম্যাচ পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে, দুটিই জিততে হবে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে, ভারত যেন বাকি তিন ম্যাচেই হেরে যায়। ইংল্যান্ডকেও জিততে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
পাকিস্তানকেও বাকি দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, ব্যবধান হতে হবে বড়; যাতে নেট রানরেট নিউজিল্যান্ডের ওপরে যায়। তারপর ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ- সব দলের ফলের ওপর নির্ভর করবে পাকিস্তান সেমিতে যাবে কি না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

