ঢাকাThursday , 14 March 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

সুদানের বিপক্ষে মাঠে নামার আগে কঠোর অনুশীলনে বাংলাদেশ

Sahab Uddin
March 14, 2024 5:26 pm
Link Copied!

বিশ্বকাপ বাছাইয়ের আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সুদানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ড্র হওয়ায় দ্বিতীয় ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী লাল-সবুজ বাহিনী। এই ম্যাচটিও ক্লোজড ডোরে অনুষ্ঠিত হবে। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অনুশীলনে আলাদা কাজ করেছেন গোলরক্ষকদের নিয়ে। এদিকে, বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে নিজের সেরাটা দিতে চান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

কিং ফাহাদ স্পোর্টস সিটি কমপ্লেক্সে পড়ন্ত বিকেলেও কঠোর অনুশীলন চালিয়ে গেছে বাংলাদেশে ফুটবলাররা। ব্যস্ত সময় পার করছেন দলের কোচ হাভিয়ের ক্যাবরেরাও। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সুদানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের ফলাফল ইতিবাচক হিসেবে দেখলেও, ম্যাচে প্রত্যাশাটা হয়তো আরও বেশি ছিলো স্প্যানিশ এই মাস্টার মাইন্ডের।

সুদানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা বেড়েছে লাল-সবুজদের। এই ম্যাচে জয় পেতে বদ্ধপরিকর জামাল ভূইয়াঁরা। তাইতো ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে পুরো দল।

এদিন গোলরক্ষকদের নিয়ে বিশেষ অনুশীলন করেছেন কোচ। সুদানের বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান আনিসুর রহমান জিকো। সুদানের বিপক্ষে ড্রয়ে বেড়েছে আত্মবিশ্বাসও। এদিকে, গেলো বছর ঘরের মাঠে লেবাননের বিপক্ষে অভিষেকে বেশকিছু ভুল করলেও, পরে সেসব ভুল নিয়ে কাজ করেছেন তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন।

বাংলাদেশ দলের গোলরক্ষক জিকো বলেন, ‘সবসময় জাতীয় দলের খেলাগুলো চ্যালেঞ্জ হিসেবে নেই। আমি কখনো ভাবিনি জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক হবো। প্রতিটি ম্যাচই আমি নিজেকে প্রমাণ করতে চাই। এখন আমাদের সামনে সুদান ম্যাচ। সেটাতে আমরা ভালো করার চেষ্টা করব।’

এদিকে দলের আরেক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন বলেন, ‘প্রথম ম্যাচ খেলেছি লেবাননের সঙ্গে। সেই ম্যাচে প্রচুর দর্শক ছিল। সেই ম্যাচে আমার জন্য বাড়তি একটা চাপ ছিল। তবে শেষ কয়েকটা ম্যাচ খেলে আমার আত্মবিশ্বাস বেড়েছে।’

আর ফিলিস্তিন ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ভালো ফলাফলের প্রত্যাশা কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি।

বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা গত ১০ দিন ধরে এখানে অনুশীলন করছি। ছেলেদের পারফরম্যান্স খুবই ভালো। আমাদের লক্ষ্য এগিয়ে যাওয়ার। সুদানের বিপক্ষে ম্যাচেও ভালো ফলাফলের প্রত্যাশা করছি। অনুশীলনে গোলরক্ষকদের নিয়ে আলাদাভাবে কাজ করেছি। গেল বছরের ধারাবাহিকতা এই বছরেও ধরে রাখতে হবে আমাদের।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।