সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। আগামী ২ ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির চতুর্থ আসর। যার ফাইনাল হবে ৪ জানুয়ারি। ৬ দল ও ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি হবে মধ্যপ্রাচ্যের দেশটির তিন শহর- আবুধাবি, দুবাই ও শারজাহতে।
আসন্ন লিগটিতে খেলার জন্য টাইগার দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, আগামী ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই বিদেশি লিগে খেলার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের দল পাওয়াটা ছিল নাটকীয়তায় ভরপুর। টুর্নামেন্টের নিলামের আগেই লুক উডের বিকল্প হিসেবে কাটার মাস্টার ফিজকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তী সময়ে আবার টাইগার পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।
প্রায় এক মাস পর আবার মুস্তাফিজকে বদলি হিসেবে দলে ভেড়ানোর তথ্য দেয় দুবাই ক্যাপিটালস। ফলে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দুবাইয়ের জার্সিতেই দেখা যাবে তাকে। এর আগে একই মালিকানাধীন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন এই বাঁহাতি পেসার।
এর আগে, আইএল টি-টোয়েন্টির নিলামে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। এ ছাড়া ৪০ হাজার ডলারের ভিত্তিমূল্যে সাকিব আল হাসানকে দলে নেয় এমআই এমিরেটস। ফলে আইএল টি-টোয়েন্টির আগামী আসরে খেলতে দেখা যাবে বাংলাদেশের তিন ক্রিকেটারকে।
বিপিএল ও এনওসি প্রসঙ্গ ডিসেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত দিন-তারিখ ঘোষণা করা হয়নি। গত এক বছর দেশে এসে বিপিএল খেলেননি সাকিব, তাই তার আইএল টি-টোয়েন্টিতে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত।
তবে তাসকিন ও মুস্তাফিজ পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে বিপিএলের চূড়ান্ত সময়সূচির ওপর। এরই মধ্যে তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। আর মুস্তাফিজের খেলার কথা রয়েছে রংপুর রাইডার্সের জার্সিতে।
এদিকে, একই সময়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিগ ব্যাশ লিগ’-এ অংশ নেওয়ার জন্য আগেই অনাপত্তিপত্র পেয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। বিদেশি লিগগুলোর বিষয়ে এবার খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে বিসিবি বেশ নমনীয় অবস্থান গ্রহণ করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
