আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নিলাম গত মাসে সম্পন্ন হলেও, ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও তাদের স্কোয়াড শক্তিশালী করতে বিদেশি তারকাদের যুক্ত করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এবার ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে টেনে নিয়েছে সিলেট টাইটান্স।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মঈন আলীকে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
মঈন আলী বিপিএলের সবশেষ আসরে অংশ নেননি। এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২০২৪ সিজন পর্যন্ত খেলেছিলেন। এক মৌসুমের বিরতি শেষে এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার আবারও বাংলাদেশের শীর্ষ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রত্যাবর্তন করছেন।
২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএলে অভিষেক হয়েছিল মঈন আলীর। এরপর বেশ দীর্ঘ সময় তাকে এই লিগে দেখা যায়নি। ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফিরে আসার পর তিনি টানা তিন বছর এই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেন। বিপিএলে দুটি দলের হয়ে খেলা মঈন আলী মোট ২২টি ম্যাচে ৪১৪ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে ২টি অর্ধশতক রয়েছে। এছাড়া, বল হাতে তিনি ২২টি উইকেট নিয়েছেন।
বর্তমানে মঈন আলী সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) লিগে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন। সেই টুর্নামেন্ট আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলার কথা। ফলে, যদি গালফ জায়ান্টস ফাইনাল পর্যন্ত পৌঁছায়, তবে মঈন আলীকে বিপিএলের শুরুর দিকের কিছু ম্যাচে সিলেট টাইটান্সের হয়ে মাঠে নামতে দেখা যাবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
