এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হতাশাজনক হারের পর বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, পরের ম্যাচে তিনি চান প্রবাসী ফুটবলার সামিত সোম, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামকে নিয়ে শুরুর একাদশে মাঠে নামতে।
গতকাল ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে এই চার প্রবাসী ফুটবলার (জামাল ভূঁইয়া, সামিত সোম, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদ) শুরুর একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামেন তারা। তাদের মাঠে নামার পরই বাংলাদেশের খেলার গতি ও বলের জোগান স্পষ্টভাবে বেড়ে যায়।
বিশেষ করে সামিত সোমের দুর্দান্ত হেডে ৩-৩ সমতা ফেরায় বাংলাদেশ, যদিও শেষ মুহূর্তে চতুর্থ গোল হজম করে ৪-৩ ব্যবধানে হার মানতে হয়। ম্যাচ শেষে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের অনেকেই মনে করেন, এই চারজনকে শুরু থেকেই একাদশে রাখা উচিত ছিল।
শুক্রবার (১০ অক্টোবর) হংকংয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, সবার মন খারাপ। সবাই কাল দেরিতে ঘুমিয়েছে। তবে এখন আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।
এক প্রশ্নের জবাবে জামাল আরও বলেন, আমি জায়ান, সামিত আর ফাহামিদুল যখন কাল ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদের বলেছি যখন নামব, খেলাটার ছন্দ পরিবর্তন করে দিতে হবে। আমরা চারজন ভালো ইমপ্যাক্ট দিতে পেরেছি, তাই আমরা চাই পরের ম্যাচে শুরুর একাদশে খেলতে। তবে সবশেষে তিনি মনে করিয়ে দেন দলের সব সিদ্ধান্ত নির্ভর করে কোচের ওপর।
বাংলাদেশ এখন ‘সি’ গ্রুপে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। আগামী ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।