ঢাকাSunday , 7 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবের সঙ্গে একই দলের হয়ে ২২ গজ মাতাবেন মাহমুদউল্লাহ

BDKL DESK
September 7, 2025 6:17 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন। তিনি প্রতিনিধিত্ব করবেন আটলান্টা ফায়ার দলের হয়ে।
আয়োজকরা ইতোমধ্যেই রিয়াদের অংশগ্রহণ নিশ্চিত করে তাকে ‘স্টার’ আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে- স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের তথ্যমতে, এখন পর্যন্ত মোট ছয়টি দল অংশ নিচ্ছে এবারের আসরে।

চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও, এর আগে ২০২১ সালে টেস্ট ও ২০২৩ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মাহমুদউল্লাহ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে করেছেন ২৪৪৪ রান এবং বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। এর পাশাপাশি তিনি সিপিএল, পিএসএলের মতো বিদেশি লিগেও খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।

আটলান্টা ফায়ার দলে রয়েছেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসানও। বর্তমানে সিপিএলে ব্যস্ত থাকা সাকিব টুর্নামেন্টে অংশ নিলে, যুক্তরাষ্ট্রের মাটিতে একই দলে দেখা যাবে দুই অভিজ্ঞ টাইগার তারকাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।