ঢাকাMonday , 29 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবকে ইঙ্গিত করে আবারও আসিফের পোস্ট

BDKL DESK
September 29, 2025 6:33 pm
Link Copied!

গতকাল শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর সাকিবকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পোস্ট করেছিলেন। যার পাল্টা জবাবও দিয়েছিলেন সাকিব। সোমবার (২৯ সেপ্টেম্বর) আবারও সাকিবকে ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ক্রীড়া উপদেষ্টা।

সোমবার বিকেল পাঁচটার পর এক পোষ্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠেনা। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।