ঢাকাWednesday , 7 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সত্যটা সবার জানা দরকার— বিপিএল ও মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

BDKL DESK
January 7, 2026 9:31 pm
Link Copied!

রাজনৈতিক রোষের কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকেআরও তা পালন করেছে। অন্যায়ভাবে ক্রিকেটারকে খেলতে না দেওয়ায় প্রচণ্ড সমালোচনা চলছে। এদিকে ফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার পাশাপাশি বিশ্বকাপ খেলতে ভারতে যেতেও আপত্তি জানিয়েছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা। এছাড়াও একই ইস্যুতে বিপিএলের ভারতীয় উপস্থাপিকাকেও বাদ দিয়েছে বিসিবি।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে ভিন্নতা এনেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। কিন্তু রিধিমা নিজে অবশ্য দাবি করেছেন যে তাঁকে বাদ দেওয়া হয়নি। বরং তিনি নিজেই সরে এসেছেন।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আজ ভারতীয় এই উপস্থাপিকা লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় খবর বেরিয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে এটা সত্যি নয়। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ। ক্রিকেটের জন্য সত্যটা জানা উচিত। বাড়তি কোনো মন্তব্য করতে চাই না।’

রিধিমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার কাছে দেশ সবার আগে। নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্টের চেয়েও ক্রিকেটকে সবার ওপরে রাখি। সততা, সম্মান ও প্যাশনের সঙ্গে বছরের পর বছর ক্রিকেটের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এটা কখনোই বদলাবে না। আমি ক্রিকেটের স্বার্থে এভাবেই এগিয়ে যেতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।