ঢাকাWednesday , 19 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শততম টেস্ট নিয়ে যা বললেন মুশফিক

BDKL DESK
November 19, 2025 4:51 pm
Link Copied!

ক্রিকেটের তীর্থভূমিখ্যাত লর্ডস স্টেডিয়ামে ২০ বছর আগে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। আজ (১৯ নভেম্বর) বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসে নামলেন নিজের শততম টেস্ট খেলতে। দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামার আগে মুশফিকের কণ্ঠে শোনা গেছে প্রতিশ্রুতি, এখনও দেশের জন্য নিজের সেরাটা দিতে চান।

মিরপুরে আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের পুরোটাই যেন মুশফিকময়। কিংবদন্তি ক্রিকেটারের এই মাইলফলককে স্মরণীয় করতে কমতি রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মুশফিকের বড় বড় পোস্টারে গ্যালারি সাজানোর পাশাপাশি শিক্ষার্থী এবং শিক্ষকদের ফ্রিতে এই ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছেন বিসিবি। এছাড়া ম্যাচ শুরুর আগে এদিন ছিল বিশেষ একটি আয়োজনও।

১৫ মিনিটের ওই আয়োজনে মুশফিককে বিশেষভাবে সম্মানিত করা হগ। টসের পরপরই মাঠে জড়ো হন বাংলাদেশ ও আয়ারল্যান্ড দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। উপস্থিত ছিলেন মুশফিকের বাবা-মা, স্ত্রী এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

সেখানে মুশফিককে শততম টেস্ট ম্যাচের ব্যাগি ক্যাপ তুলে দেন আকরাম খান। এসময় মুশফিককে একটি স্মারকও তুলে দেন আকরাম। আর শততম টেস্ট উপলক্ষে মুশিকে স্মারক ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার।

শততম টেস্ট উপলক্ষে দুটো জার্সি উপহার দেয়া হয়েছে মুশফিককে। একটি তার বর্তমান সতীর্থদের স্বাক্ষর সম্বলিত, অন্যটিতে ছিল তার প্রথম টেস্টের সতীর্থদের স্বাক্ষর। জার্সি দুটো মুশফিকের হাতে তুলে দিয়েছেন তার প্রথম টেস্ট অধিনায়ক বাশার এবং বর্তমান অধিনায়ক শান্ত।

আবেগঘণ মুহূর্তে নিজের বক্তব্যে মুশফিক বলেন, ‘আমার পরিবার, স্ত্রী, সতীর্থ, বন্ধু এবং ভক্তরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা। আমি দলের জন্য নিজের সেরাটা দেব। আয়ারল্যান্ড দলকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য।’

শততম টেস্ট উপলক্ষে মুশফিককে নিয়ে আবেগঘণ বক্তব্য দিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিককে নিজের এবং দেশের তরুণদের আদর্শ হিসেবে উল্লেখ করে শান্ত বলেন, ‘অভিনন্দন, আপনার এবং আপনার পরিবারের জন্য অসাধারণ একটি অর্জন (শততম টেস্ট খেলা)। আপনার সঙ্গে খেলাটা সবসময় উপভোগ করি। আমি আপনাকে অনুসরণ করতে চাইতাম এবং আপনার খেলা থেকে অনুপ্রেরণা পেতাম। আশা করি আপনি খেলা চালিয়ে যাবেন। সবাই আপনার জেদ এবং পরিশ্রমের কথা বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি দলের জন্য খেলেন, নিজের জন্য নয়। এটা আমাদের এবং যেসব তরুণরা টেস্ট ক্রিকেট খেলতে চায় তাদের জন্য অনুপ্রেরণার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।