মিরপুরের হোম অব ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইতিহাসের পাতায় নিজের নামটা স্থায়ীভাবে খোদাই করলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেন ৩৭ বছর বয়সী মুশফিক। দারুণ এই অর্জনে সতীর্থ ও দেশ-বিদেশের ক্রিকেটারদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন তিনি।
বুধবার (১৯ নভেম্বর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। শততম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত আছেন মুশফিক। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্টের মাইলফলক ছোঁয়ায় মুশফিককে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দীমুথ করুনারত্নে।
আইসিসির ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং বলেন, ‘অসাধারণ অর্জন। (১০০ টেস্ট) প্রথম বাংলাদেশি হিসেবে এটা করেছেন। আমি সবসময়ই বলি, একজন মানসম্মত ক্রিকেটারকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড হলো তার দীর্ঘসময় ধরে উচ্চমানের পারফরম্যান্স ধরে রাখার ক্ষমতা।
পন্টিং যোগ করেন, ‘যখন আপনি ৭০, ৮০, ৯০ টেস্ট খেলে ফেলেন, তখন প্রতি বছরই আপনাকে নিজেকে বদলে নেওয়ার, নতুনভাবে উন্নতি করার উপায় খুঁজে বের করতে হয়। আর ক্যারিয়ারের শেষের দিকে এটা করা সহজ নয়। তাই এটা দুর্দান্ত একটি অর্জন। তার ১০০তম ম্যাচের জন্য আমার শুভকামনা রইল। আশা করি, এটি তার ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে।’
অন্যদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে করুনারত্নে লিখেছেন, ‘মুশফিকুর রহিমের জন্য বিশেষ দিন আজ, তিনি তার ১০০তম টেস্ট খেলতে মাঠে নামছেন। এই মাইলফলকে পৌঁছানো প্রথম বাংলাদেশি ক্রিকেটার। অভিনন্দন, ভাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
