রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে আসন্ন মৌসুমে তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না। মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে নির্বাচিত করলেও, রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত হতাশাজনক।”
তাবিথ আউয়াল মোস্তাফিজের প্রশংসা করে বলেন, “মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা ক্রীড়ার নৈতিকতাবিরোধী।”
তিনি ভারতীয় বোর্ডের প্রতি আহবান জানিয়ে বলেন, “খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন। খেলাধুলার শক্তি মানুষের মধ্যে বিভেদ ভুলে একতা সৃষ্টি করে। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার মাধ্যমে একতাবদ্ধ হই।”
বাফুফে সভাপতি মোস্তাফিজকে উদ্দেশ করে বলেন, “শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
