সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে রংপুর বিভাগকে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতিয়েছেন আকবর আলী, পাশাপাশি অর্জন করেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও। এবার যুব বিশ্বকাপজয়ী ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে দেখা যাবে বাংলাদেশের নেতৃত্বে।
নভেম্বরে শুরু হতে যাওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য আকবরকে অধিনায়ক করে ৭ সদস্যের একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন এবং জিসান আলমের মতো তারকাদের। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ পেসার আবু হায়দার রনি, বিশেষজ্ঞ স্পিনার রাকিবুল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেক হোসেন সৈকত নিয়মিতই ভালো পারফর্ম করে আসছেন। ডিপিএলের সবশেষ আসরে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পথে তিনি বোলিংয়ে ১৬ ম্যাচে ৩০ উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে করেছিলেন ১৪ ম্যাচে ৪৮৭ রান। এমন দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও তিনি ২০২২ সালের নভেম্বর থেকে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাননি।
কিছুদিন আগে শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতেও ঢাকা বিভাগের হয়ে তিনি দুটি হাফ সেঞ্চুরি এবং ৬টি উইকেট নিয়েছিলেন। এবার হংকং সিক্সেস টুর্নামেন্টের মাধ্যমে অভিজ্ঞ এই অলরাউন্ডার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।
মোসাদ্দেকের জন্য এটি প্রথম হংকং সিক্সেস হলেও গত মৌসুমে খেলা আবু হায়দার রনি, জিসান আলম ও সাইফউদ্দিন এবারও দলে আছেন। গত বছর ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছিলেন জিসান, পাশাপাশি ৬টি উইকেটও নিয়েছিলেন। সাইফউদ্দিনও ২০২৪ সালে চারটি ম্যাচে ৩টি উইকেট শিকার করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা আকবরও এই টুর্নামেন্টে খেলবেন।
৭ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ নভেম্বর। হংকংয়ের তিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের স্কোয়াড— আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান এবং তোফায়েল আহমেদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

