ঢাকাSaturday , 3 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সিদ্ধান্তের সমালোচনা ভারতের বিশ্বকাপজয়ী তারকার

BDKL DESK
January 3, 2026 9:59 pm
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার পর ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছে। এই সিদ্ধান্তকে ‘খেলার ওপর রাজনীতির প্রভাব’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবার সেই বিতর্কে যোগ দিয়ে বিসিসিআই-এর কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী পেসার মদন লাল।
মদন লাল ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেয়া এক প্রতিক্রিয়ায় মদন লাল বলেন, খেলাধুলার ভেতরে রাজনীতির প্রভাব দিন দিন ভয়াবহভাবে বাড়ছে। বিসিসিআই-এর এই সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন,‘আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের প্রশ্ন করার কেউ নেই। কেউই বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারে না। আমি বুঝতে পারছি না, কেন খেলাধুলার মধ্যে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে এবং খেলাধুলার ভবিষ্যৎই বা কী, সেটাই এখন বড় প্রশ্ন।’

তিনি আরও যোগ করেন যে, বেশির ভাগ সংস্থাই এ ধরনের ঘটনায় খেলোয়াড়দের সামনে ঠেলে দেয়, যা অত্যন্ত দুঃখজনক। তার মতে, খেলোয়াড়দের এভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বন্ধ হওয়া উচিত।

উল্লেখ্য, মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর, যা তাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারে পরিণত করে। কিন্তু নিলামের পর থেকেই কেকেআর মালিক শাহরুখ খান কট্টরপন্থীদের তোপের মুখে পড়েন।

বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেন এবং ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরও কড়া সমালোচনা করেন। অভিযোগ তোলা হয়, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও কেন একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়া হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।