ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় ভারতের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার অজুহাতে টাইগার পেসারকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে লেখা ও শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুস্তাফিজ ইস্যুতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,‘মুস্তাফিজ আমাদের দেশের অন্যতম সেরা খেলোয়াড় এবং আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। ক্রিকেটাররা যখন মাঠে নামেন, তখন তারা সম্মান নিয়েই খেলেন। আমাদের বোর্ড এটি ভালোভাবে নেয়নি। কোনো ক্রিকেটারকে যখন এভাবে অসম্মান করা হয়, আমরা তাতে অত্যন্ত মর্মাহত।’ বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদও এই বিষয়ে সভাপতির সঙ্গে একমত পোষণ করেছেন।
আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে বিসিবি সভাপতি স্পষ্ট করে বলেন,‘আপনারা জানেন যে, এই মুহূর্তে আমরা নিরাপদ বোধ করছি না যে আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। আমরা আইসিসিকে চিঠিতে আমাদের আপত্তির কথা পরিষ্কারভাবে জানিয়েছি। নিরাপত্তা আমাদের কাছে এখন বড় চিন্তার বিষয়। আইসিসির উত্তরের ওপর নির্ভর করছে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে।’
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের ওপর এর প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে বুলবুল জানান, বর্তমানে তাদের পূর্ণ মনোযোগ কেবল বিশ্বকাপ কেন্দ্রিক নিরাপত্তা ইস্যুতে। দ্বিপক্ষীয় সিরিজের বিষয়টি ভবিষ্যতের বিষয় হলেও বিশ্বকাপের মতো বড় আসরে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বোর্ড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
