ঢাকাSaturday , 3 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্ত সঠিক, যুক্তি দেখালেন ভারতের সাবেক ক্রিকেটার

BDKL DESK
January 3, 2026 10:01 pm
Link Copied!

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। খবর ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর।
নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বড় অঙ্কে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশ পাওয়ার পর শনিবারই তাকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে বোর্ডের অনুমোদনে বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার সুযোগও পেয়েছে কেকেআর।

আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে খেলোয়াড় কেনার পর চোটজনিত কারণ ছাড়াই কোনো খেলোয়াড়কে ছেড়ে দিলো। এর আগে কেবল ভারত–পাকিস্তানের টানাপোড়েনের কারণে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নেয়া হতো না।

এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে বিসিসিআইয়ের ‘ক্ষমতা প্রদর্শন’ বলে উল্লেখ করেছেন আকাশ চোপড়া। একই সঙ্গে তিনি মুস্তাফিজুর রহমানকে বা পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার বলেও মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে চোপড়া বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবরের কারণেই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, এটা সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, কলকাতা কিছুটা সমস্যায় পড়বে, আর নিলামের আগেই যদি এমনটা হতো, তাহলে ভালো হতো। কিন্তু এটা চলমান পরিস্থিতির ফল। কেউ যদি প্রশ্ন তোলে, এতে ফিজের দোষ কী? সে তো এসব করছে না। একই কথা পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রেও বলা যায়। ব্যক্তিগতভাবে তারা কিছু করছে না। কিন্তু যখন একটি দেশ কিছু করে, তখন তার প্রভাব সে দেশের নাগরিকদের ওপর পড়ে। এটিই পার্শ্বপ্রতিক্রিয়া। আমি এই সিদ্ধান্তের পক্ষে আছি। এটা সফট পাওয়ার, আর সেটা প্রদর্শন করা উচিত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।