সহঅধিনায়ক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার নাজমুল হোসেন শান্তর ডেপুটি চূড়ান্ত করলো তারা। প্রত্যাশিতভাবে মেহেদী হাসান মিরাজকে সহঅধিনায়কত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। শান্ত ইনজুরি কাটিয়ে ফেরায় এবার তার ডেপুটি হলেন এই অলরাউন্ডার। সপ্তাহখানেক আগে শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেন মিরাজ। তার দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে বিদায় নেয়। শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। আগের দিন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মিরাজের ভূমিকা জানালো বিসিবি।
বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে শনিবার দুবাই যাবেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দুই পেসারই ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে দেশে ফিরবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।