বাংলাদেশ ক্রিকেটে আইপিএল নিলামের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিংবদন্তি পেসার মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে আইপিএলের নিলামে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার এখন মুস্তাফিজ।
আইপিএলের এবারের নিলামে মুস্তাফিজকে দলে নিতে তীব্র প্রতিযোগিতায় নামে তিনটি ফ্র্যাঞ্চাইজি। শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে চেন্নাই সুপার কিংস যোগ দিলে দর দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে টাকায় ১২ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকা (১.৩৬ টাকা হিসেবে) বাঁহাতি এই পেসারকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
এই মূল্যেই ভেঙে গেছে মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের রেকর্ড। এর আগে আইপিএলের কোনো নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার এত দামে বিক্রি হননি। এক সময় আইপিএল নিলাম মানেই ছিল মাশরাফির নাম। কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের মালিক প্রীতি জিনতা ও জুহি চাওলার মধ্যকার দরকষাকষি সে সময় সংবাদমাধ্যমে পরিচিতি পেয়েছিল ‘ব্যাটল অব বলিউড’ নামে। সেই নিলামে ৬ লাখ ডলারে বিক্রি হয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়েছিলেন মাশরাফি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি।
পরবর্তীতে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসসহ বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে সুযোগ পেলেও এতদিন কেউই মাশরাফির সেই রেকর্ড ছুঁতে পারেননি। অবশেষে এবারের নিলামেই সেই অধ্যায়ের ইতি টানলেন মুস্তাফিজ।
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এটি হবে মুস্তাফিজের নতুন ঠিকানা। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে খেলেছেন। নতুন দলে নতুন চ্যালেঞ্জ নিয়ে এবার কলকাতার হয়ে মাঠ মাতাতে প্রস্তুত কাটার মাস্টার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
