ঢাকাMonday , 6 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মাইকিং করেও টিকিট বেচতে পারেনি বিসিবি

Sahab Uddin
March 6, 2023 1:05 pm
Link Copied!

দেশের মাটিতে ভুলতে বসা সিরিজ হারের তেতো স্বাদ পেতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। তাতে প্রায় ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের মাটিতে কোনো সিরিজের সব ম্যাচে হারের শঙ্কায় পড়ে গেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।

সিরিজের শেষ ম্যাচ সোমবার (০৬ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে এদিন মাঠে দর্শক উপস্থিতি নেই বললেই চলে। মাঠের সব গ্যালারি ফাঁকা, বলা যায় দর্শকের আকাল। স্টেডিয়ামের বাইরেও নেই উৎসুক মানুষের ভিড়। সাধারণত ঘরের মাঠে খেলা হলে দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে স্টেডিয়াম। তবে এবার বন্দরনগরীতে দেখা গেছে ভিন্ন চিত্র।

কয়েক দশক ধরে বাংলাদেশের ম্যাচ কাভার করা জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক তাহমিদ অমিত আক্ষেপের সুরেই বলেন, সাকিব-তামিমসহ চার সিনিয়র ক্রিকেটার খেলছেন৷ প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন। জোফরা আর্চারদের মত তারকারা তাদের দলে। সেই ম্যাচ দেখার জন্য পুরো স্টেডিয়ামে ২০০ জন দর্শকও নেই। বিপিএলেও দর্শক ছিল না চট্টগ্রাম পর্বে। কী হলো! ভক্তরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সেখানে?

যদিও সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে শেষ ওয়ানডেতে দর্শকের আগ্রহ নেই খেলা দেখার। অবশ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে যাওয়াও এর পেছনে বড় কারণ হতে পারে। অবস্থা এতটাই বেগতিক যে, চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে মাইকিং করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।