বল নয়, রশিদ খান নামটার কাছেই হেরেছে বাংলাদেশ। এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার মতে স্কিলের সঙ্গে মানসিকতায় সমস্যা আছে টাইগার ব্যাটারদের। তবে, তাদের ব্যাটিং যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই মুশতাকের। শুধু মানসিকতা ঠিক করলেই ওয়ানডে ফরম্যাটেও টাইগাররা ভালো কিছু করবে বলে বিশ্বাস পাকিস্তানি এই কোচের।
বোলিংয়ে ভালো করেও ব্যাটারদের ভুলে ম্যাচটা হলো হাতছাড়া। সিরিজ হারার সঙ্গে কঠিন হয়ে গেলো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা।
ম্যাচে এক রশিদ খানই ধসিয়ে দিলো বাংলাদেশি ব্যাটারদের। তবে, হৃদয়-সোহানরা তাকে এক প্রকার উইকেটটা বিলিয়েই দিলেন। ওভারে সাড়ে তিন রানের কিছু বেশি প্রয়োজনে টাইগাররা সিঙ্গেলের বদলে রীতিমতো চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচটা জিততে চেয়েছিলেন। কিন্তু ঘটেছে উল্টো। মুশতাকের আহমেদের মতে মানসিকতা ঠিক করতে হবে টাইগার ব্যাটারদের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় তারা বল নয়, রশিদের বিপক্ষে খেলেছে। এ ধরনের কন্ডিশনে রশিদের মতো স্পিনারদের সিঙ্গেল বেশি খেলতে হয়। আর সিঙ্গেল রান করতে হলে আপনাকে সোজা খেলতে হবে। যখন আপনি সেটা করবেন বোলার তখন উইকেট না পেয়ে বোলার আপনাকে রান করার সুযোগ দেবে। দেখেন আমাদের ৭ ব্যাটসম্যান খেলছেন ৭ জনই বেশ ভালো। এই ফরম্যাট মিনি টেস্ট, এখানে আপনাকে দৃঢ় মানসিকতায় খেলতে হবে। আর এটা ঠিক করা জরুরি।’
তবে, এখনই শিষ্যদের ওপর থেকে আস্থা না হারাতে বললেন পাকিস্তানি এই কোচ। স্মরণ করিয়ে দিলেন টানা টি-টোয়েন্টি সিরিজ জয়ের কথা। বিশ্বাস সমস্যাগুলো ঠিক করলে ওয়ানডেতেও ভালো করবে টাইগাররা।
তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে টানা ৪ সিরিজ জিতেছি যা আমাদের আত্মবিশ্বাস অনেক ওপরে নিয়ে গেছে। ছেলেদের সব দলকে হারানোর মতো মানসিকতা তৈরি হয়েছে। তবে, টি-২০ থেকে যখন ওয়ানডে ফরম্যাটে এসেছে তখন ব্যাটিংয়ে সমস্যা দেখা দিয়েছে। কিন্তু অন্য সব ডিপার্টমেন্ট কিন্তু বেশ ভালো করছে। ব্যাটিংয়ে মিডল অর্ডারের সমস্যা হচ্ছে। এটা ঠিক করা খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই ফরম্যাটেও বেশ ভালো ক্রিকেট খেলতে পারবো।’
তবে, মুশতাকের স্পিন ডিপার্টমেন্ট দারুণ করছে। রিশাদ, তানভীরদের নিয়ে দেখছেন বড় স্বপ্ন। সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার পেস ডিপার্টমেন্টকেও। তার বিশ্বাস সিরিজের শেষ ম্যাচে দারুণ কিছু করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াবে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।