ঢাকাWednesday , 7 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে যেতেই হবে- এই দাবি ভিত্তিহীন

BDKL DESK
January 7, 2026 9:27 pm
Link Copied!

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার পর ঘটেছে অনেক ঘটনা। মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পর ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বিসিবি। এদিকে বিসিবির এমন দাবি আইসিসি উড়িয়ে দিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু এমন খবরকে অসত্য এবং ভিত্তিহীন বলছে বিসিবি।

মুস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না- এমনটা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। ধারণা করা হচ্ছিল, বিসিবির অভিযোগ আমলে নিয়ে টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে। কিন্তু ইএসপিএনক্রিকইনফো, ক্রিকবাজ সহ বেশ কিছু গণমাধ্যমে বলা হয়, বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে বলেছে আইসিসি।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের কোনও নিরাপত্তা ঝুঁকি দেখছে না আইসিসি। তবে গণমাধ্যমে প্রকাশিত এসব দাবি সত্য বলে দাবি করেছে বিসিবি। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সাথে এ ধরনের খবরের কোনো মিল নেই।’

নিজেদের অবস্থানে বিসিবি অটল আছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।