আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে দল পাঠাতে পারবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার ই-মেইলের মাধ্যমে বিষয়টি আইসিসিকে অবহিত করেছে বিসিবি। বার্তায় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বলা হয়, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনও দেশে সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘খুব শিগগিরই আমরা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
