নিরাপত্তা শঙ্কা দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশের মধ্যে ক্রিকেট ঘিরে চলমান অস্থিরতার মাঝেই ভারতের ম্যাচে দায়িত্ব পালন করছেন আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
রোববার (১১ জানুয়ারি) গুজরাটের ভাদোদারা স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত। বর্তমানে আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার তিনি।
সম্প্রতি বিসিসিআইয়ের নির্দেশনায় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই ভারতে দল না পাঠানোর বিষয়ে কঠোর অবস্থান নেয় বিসিবি। এমন প্রেক্ষাপটে সৈকতের ভারতের ম্যাচে দায়িত্ব পালন নিয়ে আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু স্পষ্ট করে জানান, সৈকত আইসিসির চুক্তিভুক্ত এলিট আম্পায়ার হওয়ায় বিসিবির পক্ষ থেকে তার জন্য কোনো অনাপত্তিপত্র দেওয়ার প্রয়োজন নেই। বিসিবির সঙ্গে আইসিসির চুক্তিতেই বিষয়টি উল্লেখ রয়েছে।
মিঠু বলেন, ‘সৈকত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন, তিনি সরাসরি আইসিসির অধীনে কাজ করেন। আইসিসি যখনই দায়িত্ব দেয়, তখন তাকে যেতে দিতে আমরা বাধ্য।’
তিনি আরও জানান, সম্প্রতি বিপিএলে আম্পায়ারিং করলেও আইসিসির দায়িত্ব পালনের ক্ষেত্রে বিসিবির কোনো ভূমিকা থাকে না।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছে বিসিবি। নিরাপত্তা ইস্যু উল্লেখ করে দুই দফায় আইসিসিকে ই-মেইল পাঠানো হয়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বোর্ড।
শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আগামী মঙ্গলবারের মধ্যে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার আশা করছেন তারা।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে সৈকতের পাশাপাশি গাজী সোহেলকেও দেখা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
