ঢাকাSunday , 14 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবির আচরণকে ‘দুঃখজনক’ বলে প্রতিবাদ জানালেন তামিম

BDKL DESK
December 14, 2025 6:16 pm
Link Copied!

গতকাল (১৩ ডিসেম্বর) চার দফা দাবি নিয়ে বিসিবিতে হাজির হয়েছিলেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার। শুরুতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থেকে প্রায় আধাঘণ্টার মতো মানববন্ধন করেন তারা। এসময় ক্রিকেটারদের হাতে ‘ঢাকা লিগ বন্ধ কেন’, ‘সবাই মাঠে খেলতে চাই’, ‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই’— এমন কিছু প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধন শেষে ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল বিসিবি কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। সেখানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নাজমূল আবেদীন ও পরিচালক ইফতেখার রহমানের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা।

খেলোয়াড়দের মাঠে ঢুকতে বাধা দিয়ে গেটের বাইরে আটকে রাখা হয়েছে এমন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (১৪ ডিসেম্বর) ফেসবুকে এক পোস্টে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল।’

এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে তামিম আরও লিখেছেন, ‘পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

মূলত ঢাকা প্রথম বিভাগ লিগকে ঘিরে অনিশ্চয়তার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বিসিবির অধীনে কোনো ক্রীকেটীয় কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে ৪৫ ক্লাব। এই ৪৫ ক্লাবের মধ্যে ৮টি প্রথম বিভাগ লিগের ক্লাব। তবে আনুষ্ঠানিকভাবে সিসিডিএম ও বিসিবির কাছে কোনো আপত্তি না জানানোয় ওই ৮ ক্লাবকে ধরেই ঢাকা প্রথম বিভাগ লিগের সূচি ঘোষণা করেছে বিসিবি। তবে ক্লাবগুলোর কোনো কার্যক্রম এখনও চোখে না পড়ায় সূচি অনুযায়ী খেলা হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গতকাল মানববন্ধন শেষে বিসিবি সভাপতি বরাবর নিজেদের দাবি-দাওয়া সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন ক্রিকেটাররা। সেই চিঠিতে চার দফায় নিজেদের দাবি দাওয়ার কথা জানিয়েছে বিক্ষুব্ধ ক্রিকেটাররা।

এই চার দফায় বলা হয়েছে–

  • ঢাকা লিগের জন্য অপরিবর্তনযোগ্য সূচি ঘোষণা; বিসিবি ও ক্লাবের মধ্যে চলমান দ্বন্দ্ব সমাধানে উদ্যোগ নেয়া
  • খেলোয়াড়দের ক্যারিয়ার ও আর্থিক নিশ্চয়তা দেওয়ার মতো ঢাকা লিগের ভিত তৈরি
  • ঢাকা প্রথম বিভাগ লিগে সব দল অংশ না নিলে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করা
  • জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে ম্যাচ ফি এবং দৈনিক ভাতা বৃদ্ধি

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের কথা খুব গুরুত্ব সহকারে শুনেছেন বিসিবি কর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।