আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল খেলোয়াড়দের নিলাম। তবে সেটি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যেই ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এবার পাকিস্তানের তারকা ক্রিকেটার উসমান খানকে দলে নিয়েছে তারা।
বিপিএলে গত আসরের রানার্সআপ চিটাগং কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছেন উসমান। হাঁকিয়েছিলেন ম্যাজিক্যাল সেঞ্চুরিও। ৮ ম্যাচে ১৬৭ স্ট্রাইকরেটে তিনি করেছিলেন ২৮৫ রান। পাক এই ক্রিকেটারকে বিপিএলের আসন্ন আসরে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে।
বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। সেটি কাজে লাগিয়েই তাসকিন ও সাইফের পর উসমানকে দলে ভিড়িয়েছে ঢাকা।
বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। নিলামের বাইরে সরাসরি সই করানো যাবে সর্বাধিক দুজন খেলোয়াড়কে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

