ঢাকাThursday , 30 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের মধ্যে বিসিবি যা আশা করছে

BDKL DESK
October 30, 2025 8:20 pm
Link Copied!

আগামী পাঁচ বছরের জন্য বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী ১১ প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে দুটি করে ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন এসেছে ২টি করে; রাজশাহীর জন্য দেশ ট্রাভেল এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রামের জন্য ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড ও এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড।

বাকি ৭টির মধ্যে ঢাকার জন্য চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড, কুমিল্লার জন্য ফাস্ট এসএস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, রংপুরের জন্য টগি স্পোর্টস লিমিটেড, নোয়াখালীর টিমের জন্য বাংলা মার্ক লিমিটেড, খুলনা টিমের জন্য মাইন্ড ট্রি এন্ড রুপসী কনক্রিট প্রোডাক্ট লিমিটেড, বরিশালের জন্য আকাশবাড়ি হলিডেজ এন্ড রিসোর্ট ও সিলেটের জন্য আবেদন করেছে জেএম স্পোর্টস এন্ড এন্টারপ্রাইজ।

এই ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি বিসিবিকে ২ কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেয়নি। তাদের বাদ দিয়ে বাকি আগ্রহীদের সঙ্গে আজ আলোচনায় বসেছিল বিসিবি। আলোচনা শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে প্রধানত তিনটি জিনিস আশা করছে। এগুলো হলো- ক্রিকেট চালানোর মতো যথেষ্ঠ ফান্ড, ভালো ক্রিকেট ম্যানেজমেন্ট ও ক্রিকেটের প্রতি প্যাশন।

সাংবাদিকদের আজ বিসিবি সহসভাপতি শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা মেইনলি তিনটা ‍বিষয় বুঝতে চেয়েছি।…প্রথমত, তাদের ব্যবসার মডেলটা কী, মানে তারা কীভাবে আর্থিক বিষয়গুলোর ব্যবস্থাপনা করবে। অনেকে আছে যাদের হাজার কোটি টাকার প্রপার্টি, বিজনেস আছে। কিন্তু এই খেলার জন্য বাজেট আছে কি না, না থাকলে কীভাবে করবে। এটা বুছতে চেয়েছি। দ্বিতীয়ত বুঝতে চেয়েছি তাদের ম্যানেজমেন্ট আছে কি না, খেলা চালানোর মতো ম্যানেজমেন্ট। আপনারা জানেন ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ।…তৃতীয়ত বুঝতে চেয়েছি, ক্রিকেটের সঙ্গে তাদের সম্পর্ক কী। টাকাও আছে, ম্যানেজমেন্টও আছে, কিন্তু তারা টিম চায় কেন! অন্য কিছুও তো করতে পারে, তাদের প্যাশনের জায়গাটা কত বড় অথবা তারা খেলোয়াড় বা সংগঠক কি না।’

যারা যে এলাকার, তারা মূলত সেখানকার নামেই ফ্র্যাঞ্চাইজি নিতে চান। অর্থাৎ ঢাকার কেউ সিলেটের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখান না। এই বিষয়ে বুঝ দিতে শাখাওয়াত টেনে এনেছেন শাহরুখ খানের প্রসঙ্গ। কিং খানের জন্ম দিল্লিতে হলেও তিনি থাকেন মুম্বাইয়ে, ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন কলকাতা থেকে। শাখাওয়াত বলেন, ‘আমরা আরও জানতে চেয়েছি যে, কেন আপনি ঢাকা চাচ্ছেন, সিলেট কেন চাচ্ছেন না! কারণটা কী? আমরা আবার শাহরুখ খানের উদাহরণ দিয়েছি। দিল্লির মানুষ, থাকেন মুম্বাইয়ে, ক্রিকেট দল কলকাতায়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির আরও দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।