ঢাকাMonday , 13 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাছাই পর্বে খেলা নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির বিবৃতি

BDKL DESK
October 13, 2025 6:10 pm
Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া করেছে বাংলাদেশ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও যদি সিরিজ হারে টাইগাররা, তবে খেলতে হবে বিশ্বকাপ কোয়ালিফায়ার– এমন গুঞ্জন চলছে ক্রিকেটাঙ্গনে। তবে সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখনও অনেক সময় আছে। সামনে কিছু ম্যাচও রয়েছে, যেখান থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ একেবারে হাতছাড়া হচ্ছে না তাদের। বিসিবির মিডিয়া কমিটি ঠিক সেই ব্যাখ্যাই তুলে ধরেছে।

বোর্ডের দাবি, দেশের কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ গতিপথ নিয়ে ভুল খবর প্রচার করা হচ্ছে। তাদের ব্যাখ্যায় বলা হয়েছে, ১৪ অক্টোবর থেকে বিশ্বকাপ কোয়ালিফায়ারের নির্ধারণের ডেডলাইন ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের ২৪টি ওয়ানডে ম্যাচ রয়েছে।

স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়া সরাসরি বিশ্বকাপে যাবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল। এদিকে আফগানিস্তানের কাছে সিরিজ হার, তাছাড়া টানা ব্যর্থতার কারণে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশ নম্বরে। কিন্তু বিশ্বকাপে কোয়ালিফায়ার নির্ধারণের ডেডলাইন শেষ হওয়ার আগে র‌্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগও রয়েছে টাইগারদের।

চলমান আফগানিস্তান সিরিজ ছাড়াও টাইগারদের যেসব ওয়ানডে সিরিজ রয়েছে- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাওয়ে সিরিজ, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজ এবং ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এসব ম্যাচ আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানের অন্তর্গত, অর্থাৎ এসব খেলা মাঠে গড়াবে তা নিশ্চিত। এই ম্যাচগুলোতে ভালো করলে র‍্যাংকিংয়ে উন্নতির সুযোগ পাবে বাংলাদেশ। তাতে শীর্ষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও তৈরি হবে।

বিসিবির মিডিয়া বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিসিবি সব মিডিয়াকে পেশাদার এবং নির্ভুল সংবাদ প্রচার করার ব্যাপারে নিশ্চয়তার আহ্বান জানাচ্ছে। আন্তর্জাতিক সূচি এবং বিশ্বকাপে কোয়ালিফাই প্রক্রিয়া নিয়ে আমরা সঠিক তথ্য সহকারে খবর উপস্থাপনের জন্য উৎসাহিত করছি।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।