ঢাকাSaturday , 3 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্ক পাকিস্তানের মতো হতে পারে: ভারতীয় গণমাধ্যম

BDKL DESK
January 3, 2026 10:01 pm
Link Copied!

চলমান রাজনৈতিক সংকটের জেরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক পাকিস্তানের মতো পরিস্থিতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এই অনিশ্চয়তার কারণে চলতি বছরের শেষদিকে নির্ধারিত ভারতের বাংলাদেশ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।
এমনকি ভবিষ্যতে আইসিসির বৈশ্বিক আসরগুলোতে দুই দলকে কেবল নিরপেক্ষ ভেন্যুতেই মুখোমুখি হতে হতে পারে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত দল বাংলাদেশ সফর করবে। তবে সীমান্তের ওপারে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সিরিজটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের অনুমোদন নেবে।

বিসিসিআই সূত্র জানিয়েছে, ভারত সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর বিষয়টি যথাসময়ে বিসিবিকে জানানো হবে। তবে এই রাজনৈতিক সংকটের প্রভাব আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণে পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘গত বছরও আমরা বাংলাদেশ সফর করিনি। তখন বিসিবি আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশ করেছিল, কিন্তু ভারতের বাইরে খেলতে গেলে আমাদের সরকারের অনুমোদন লাগে। তাই বিষয়টি অনিশ্চিত। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ীই ভারতে খেলবে।’

সিরিজ স্থগিতের সিদ্ধান্তের দিনই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বিসিসিআই নির্দেশ দেয়, আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে। গত ডিসেম্বর আইপিএল নিলামে কেকেআর ৩০ বছর বয়সী এই পেসারকে ৯ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল।

মুস্তাফিজ ইস্যুতে কেকেআরের সহ-মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খানও বিতর্কের কেন্দ্রে চলে আসেন। একাধিক রাজনৈতিক নেতা তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটির স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার দাবি তোলেন।

হিন্দু ধর্মীয় নেতা জগদগুরু রামভদ্রাচার্য শাহরুখ খানকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে বলেন, ‘তার (শাহরুখ) কোনো চরিত্র নেই। দুর্ভাগ্যজনক যে শাহরুখ খান আইপিএলের জন্য একজন বাংলাদেশি ক্রিকেটারকে কেকেআরে নিয়েছেন। তিনি নিজেকে নায়ক মনে করেন বলেই এমনটা করেন। দেশের সঙ্গে তার অবস্থান বরাবরই সাংঘর্ষিক। তার চরিত্র সবসময়ই প্রশ্নবিদ্ধ ও দেশবিরোধী।’

শিব সেনা নেতা আনন্দ দুবেও শাহরুখ খানকে আক্রমণ করে বলেন, ‘যেকোনো মূল্যে আমরা মুস্তাফিজুর রহমানকে খেলতে দেব না। শাহরুখ খান যদি তাকে খেলান এবং অর্থ উপার্জন করেন, সেই অর্থ আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাস লালনে ব্যবহার হবে; এটা আমরা হতে দেব না।’

পরে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতাও। কেকেআর এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল আমাদের নির্দেশ দিয়েছে আসন্ন আইপিএল মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে। নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও পরামর্শের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

প্রসঙ্গত, রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্ক অনেক দিন থেকেই স্থগিত। পাকিস্তানে ভারত খেলতে তো যায়ই না, দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজের সবশেষ ঘটনাই ২০১২-১৩ মৌসুমে। বর্তমানে কেবল আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেই খেলে দুই দল। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানও ভারতের মাটিতে খেলছে না। ফলে নিরপেক্ষ কোনো ভেন্যুতে মুখোমুখি হচ্ছে এই দুই দল। বাংলাদেশের সঙ্গেও ক্রিকেট সম্পর্ক এমন হতে পারে ভারতের, এমনই আশঙ্কা ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।