ঢাকাMonday , 13 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের ম্যাচে মাইকিং করে দর্শক বাড়ানোর চেষ্টা আইসিসির!

BDKL DESK
October 13, 2025 7:20 pm
Link Copied!

নারী ওয়ানডে বিশ্বকাপে দর্শকসংখ্যা বাড়াতে বিশাখাপত্তনমে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আইসিসি। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে মাইকিং করে দর্শকদের মাঠে আসার আহ্বান জানানো হয়। গ্যালারিতে দর্শক কম থাকায় এমন প্রচারণা চালান আয়োজক সংস্থা আইসিসি।

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম—যেখানে নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য আর বিশ্বকাপের রঙিন আবহ মিলিয়ে এখানে খেলা দেখা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। স্টেডিয়ামের কোল ঘেঁষে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের জন্য তৈরি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। তার সঙ্গে প্রিয় দলের খেলা তো আছেই। যারা মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন, তারা উপভোগ করেন সেই মনোমুগ্ধকর পরিবেশ এবং সঙ্গে খেলার উত্তেজনা।

এই স্টেডিয়ামেও দর্শকদের খেলা দেখতে উদ্বুদ্ধ করতে এগিয়ে এসেছে আইসিসি। সোমবার (১৩ অক্টোবর) এমন এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে।

স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনের প্রধান সড়ক। এই সড়কের সামনে একটি গাড়িতে করে মাইকে ঘোষণা করা হচ্ছিল। দর্শকদের খেলা দেখতে আমন্ত্রণ জানানো হচ্ছিল। নারী বিশ্বকাপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের দিন এভাবেই দর্শক টানার চেষ্টা করে আইসিসি।

খোঁজ নিয়ে জানা গেছে, নারী ক্রিকেট বিশ্বকাপের দর্শকখরা কাটাতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আইসিসি। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন সময়ে দর্শকদের আমন্ত্রণ জানানো হয় মাঠে আসতে।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের ম্যাচ চলাকালীন দর্শকখরার চিত্রই দেখা যায়। গ্যালারিতে দর্শকের উপস্থিতি খুবই কম। এই খরা কাটাতেই মাইকিংয়ের মতো প্রচারণার পন্থাকে বেছে নিয়েছে আইসিসি। তবে আইসিসির এমন ব্যতিক্রমী উদ্যোগ চোখে পড়লেও—ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে বিশ্বকাপ আয়োজনের তেমন সাজসজ্জা ও আনুষ্ঠানিক বড় প্রচারণার চিত্র দেখা যায়নি।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও শেষ দিকে শারমিন ও স্বর্ণা আক্তারের জোড়া অর্ধশতকে ৬ উইকেটে ২৩২ রানের পুঁজি পায় টাইগ্রেসরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।