ঢাকাMonday , 22 April 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বাংলাদেশিদের মধ্যে কার স্ট্রাইকরেট সবচেয়ে বেশি

Sahab Uddin
April 22, 2024 6:15 pm
Link Copied!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪০-স্ট্রাইকরেটের ব্যাটার দেখা যায় অহরহ। এমনকি দেড়শ স্ট্রাইকরেটও আছে অনেকের। ভারতের সূর্যকুমার যাদব দুই হাজারের বেশি রান করেছেন ১৭১.৫৫ স্ট্রাইকরেটে। বাংলাদেশিদের মধ্যে কার স্ট্রাইকরেট কত, সবচেয়ে বেশি স্ট্রাইকরেটই বা কার!

১৪০-স্ট্রাইকরেটের ব্যাটার অহরহ দেখা গেলেও বাংলাদেশে তাদের অস্তিত্ব নেই। ১৪০ তো দূরের কথা, টি-টোয়েন্টিতে অন্তত ৫০০ রান করেছেন, এমন বাংলাদেশিদের মধ্যে ১৩০ স্ট্রাইকরেটও নেই কারো।

কমপক্ষে ৫০০ রান করাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট লিটন কুমার দাসের। ২০১৫ সালে অভিষেক হওয়া এই ডানহাতির স্ট্রাইকরেট ১২৯.৯২। ৭৭ ম্যাচে ২৩.৭০ গড়ে ১ হাজার ৭৫৪ রান করেছেন তিনি।

লিটনের পরই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২ হাজার ৩৮২ রান করতে ১২২.৪০ স্ট্রাইকরেটে খেলেছেন তিনি। তিনি দেশের সর্বোচ্চ রানসংগ্রাহক। জাতীয় দলের হয়ে ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ১১৭টি ম্যাচ খেলেছেন তিনি। সাকিব ১৪০ উইকেট নিয়ে এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও বটে।

মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত সৌম্য সরকারের স্ট্রাইকরেট ১২২.৩৩। ৭৮ ম্যাচে এখন পর্যন্ত ১ হাজার ২৮৭ রান করেছেন তিনি। আফিফ হোসেন ৬৯ ম্যাচে ১ হাজার ১০৯ রান করেছেন ১১৯.৬৩ স্ট্রাইকরেটে। ২০২২ সালে শেষবার জাতীয় দলে খেলা সাব্বির রহমান ৯৭৭ রান করতে খেলেছেন ১১৯.২৯ স্ট্রাইকরেটে।

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, বাংলাদেশ দলে দুই ফরম্যাটেই ফিনিশারের ভূমিকায় মাহমুদউল্লাহ রিয়াদ। সংক্ষিপ্ত ফরম্যাটে তার স্ট্রাইকরেট ১১৮.১৯। দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা রিয়াদ ১২৪ ম্যাচে করেছেন ২ হাজার ১৭৬ রান।

৭৪ ম্যাচে ১ হাজার ৭০১ রান করার পথে তামিম ইকবালের স্ট্রাইকরেট ১১৭.৪৭। ১০২ ম্যাচে মুশফিকুর রহিম ১ হাজার ৫০০ রান করেছেন ১১৫.০৩ স্ট্রাইকরেটে। ৬৭৬ রান করা নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে সংখ্যাটা ১১২.১০, মোহাম্মদ নাঈমের ১০৩.৪২, তার রান ৮১৫।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।