ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে জিতলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে টাইগাররা। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে বোলিং করতে নামছে লিটন দাসের দল।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
এদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রথম টি–টোয়েন্টির দল থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের জায়গায় দলে ঢুকেছেন আরেক উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলী অনিক। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খ্যারি পেইরি ও জেইডেন সিলস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

