ঢাকাWednesday , 22 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফার্স্ট ডিভিশন দিয়েই শুরু হচ্ছে ঘরোয়া সূচি, সম্মতি দিয়েছে সব ক্লাব

BDKL DESK
October 22, 2025 8:21 pm
Link Copied!

তামিম ইকবালদের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট। নভেম্বরে ফার্স্ট ক্লাস ক্রিকেট দিয়েই শুরু হবে নতুন মৌসুম। বুধবারের (২২ অক্টোবর) সভায় সম্মতি দিয়েছে ক্লাবগুলো। প্রায় ৫০ শতাংশ বাড়ছে অংশগ্রহণ ফি। বাড়ানো হবে অন্যান্য সুযোগ-সুবিধাও। দেশের ক্রিকেটে ঢাকার ক্লাবগুলোর একচেটিয়া আধিপত্য কমাতেও ভাবনা চলছে ক্রিকেট বোর্ডের।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত হয়েছে বিসিবির নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরেই তৈরি হয়েছে নানা জটিলতা। সেই জটিলতা কাটেনি এখনও। বোর্ডের নতুন পরিচালনা পর্ষদ তাই ব্যস্ত ছিল আলোচনার প্রস্তুতিতে।

এর আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন ২১ জন প্রার্থী। পরবর্তীতে নির্বাচন না পেছালে দেশের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছিল ক্লাবগুলোর একাংশ। কিন্তু তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হয় বোর্ডের নির্বাচন। যে কারণে ক্লাবগুলোও অনড় নিজেদের অবস্থানে।

অক্টোবরের তিন সপ্তাহ ইতোমধ্যে পেরিয়ে গেছে, কিন্তু এখনো মাঠে গড়ায়নি তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। কবে নাগাদ শুরু হবে এই লিগ, তারও কোনো নিশ্চয়তা ছিল না। অবশেষে সেই ধোয়াশা পরিস্কার করলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আদনান রহমান দীপন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২২ অক্টোবর) সিসিডিএমের বৈঠকের পর সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন দীপন। তিনি আরও বলেছেন, প্রথম বিভাগ শুরুর পর দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ চালু করবেন তারা।

‘১৭ ক্লাব ছিলো, সবাই রাজি৷ তবে টাইমিং নিয়ে কারো কারো দ্বিমত আছে। তবে সিসিডিএম নভেম্বরে লিগ শুরুর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। কাউন্সিলরশিপ নেবে কিন্তু খেলবে না, এসব বিষয়ে বোর্ডে সিদ্ধান্ত নিয়ে একটা সমাধান বের করা হবে।’

সম্প্রতি বিসিবি নির্বাচন ঘিরে ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর একাংশ দেশের ঘরোয়া প্রতিযোগিতা বর্জনের হুমকি দিয়েছিল। যে কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল ঢাকার ক্লাব ক্রিকেটের নতুন মৌসুম শুরুর সময় নিয়ে। এই প্রসঙ্গে বুধবার প্রথম বিভাগ ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে সিসিডিএম। বৈঠকের পর পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

দীপন বলেন, ‘আজ আমরা প্রথম বিভাগের দলগুলোর সঙ্গে বৈঠক করেছি। প্রায় সব ক্লাবই উপস্থিত ছিল, এবং কেউই বলেনি যে তারা খেলবে না।’

তিনি আরও যোগ করেন, ‘সবাই খেলতে আগ্রহ প্রকাশ করেছে, যদিও সময়সূচি নিয়ে সামান্য কিছু মতপার্থক্য ছিল। ভালো খবর হলো, সবাই খেলতে আগ্রহী, আর আমরা খুব শিগগিরই লিগ শুরুর তারিখ ঘোষণা করব।’

নভেম্বরে প্রথম বিভাগ ক্রিকেট দিয়েই ঘরোয়া লিগের নতুন মৌসুম করতে চায় সিসিডিএম। কারণ প্রথম বিভাগে খেলতে না পারলে ক্রিকেটাররা যেন দ্বিতীয় বা তৃতীয় বিভাগে খেলতে পারে, সেই ভাবনা থেকেই আগে প্রথম বিভাগ শুরুর পরিকল্পনা।

আদনান দীপন বলেন, ‘প্রথম বিভাগ থেকে শুরু করতে চাই কারণ ফার্স্ট ডিভিশনে না খেলতে পারা ক্রিক্রটাররা সেকেন্ডে খেলবে বা থার্ডে খেলবে। থার্ড আগে শুরু করলে অনেক প্লেয়ারই দল পাবে না।’

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও রয়েছে নানা অভিযোগ। তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে সিসিডিএমকে কেউ জানায় না। আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আদনান দীপন। ‘অভিযোগ শুনি, তবে আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানায় না। জানালে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে মন গলেছে বর্জন করা ক্লাবগুলোর কর্তাদের। আদনান দীপন জানান, নভেম্বর থেকেই মাঠে গড়াবে ফার্স্ট ডিভিশন ক্রিকেট, এ বিষয়ে সম্মতি দিয়েছে সব ক্লাব। ‘ফার্স্ট ডিভিশন দিয়েই শুরু হচ্ছে ঘরোয়া সূচি৷ সম্মতি দিয়েছে সব ক্লাব।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।