ঢাকাSunday , 23 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

BDKL DESK
November 23, 2025 10:11 pm
Link Copied!

রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের মিশনে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টস ভাগ্যে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
২০১৩ সালে যাত্রা শুরু হওয়া এ আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কা দু’বার করে শিরোপা জিতেছে। বাংলাদেশ এখনো শিরোপা না পেলেও ছয় বছর আগে একবার রানার্সআপ হওয়া ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। প্রায় পাঁচ বছর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আকবর আলীর নেতৃত্বে বিশ্বজয়ী হওয়া সেই প্রজন্মের হাতেই এবার রাইজিং স্টারস কাপ ঘরে তোলার দায়িত্ব।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে হংকং, আফগানিস্তান ও ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। বিশেষ করে সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চ ছাপিয়ে জয় পায় তারা। রিপন মণ্ডলের জোড়া আঘাতে সুপার ওভারে মাত্র ১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ, যা ওয়াইড বলের সুবাদে পেরিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে।

বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান শাহিনস ফাইনালটি সরাসরি দেখা যাবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টসে। এছাড়াও টেন স্পোর্টস–১ এ। সাবস্ক্রিপশন কিনে টি স্পোর্টসের ওয়েবসাইটে মোবাইল থেকে ম্যাচটি দেখা যাবে। মোবাইল ব্যবহারকারীদের জন্য আই স্ক্রিন অ্যাপেও ম্যাচটি দেখা যাবে লাইভ।

পাকিস্তান শাহিনস
মায সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফায়েক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘুরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবায়েদ শাহ ও সুফিয়ান মুকিম।

বাংলাদেশ এ স্কোয়াড
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, ইয়াসির আলী, আকবর আলি (অধিনায়ক), রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, এসএমমেহরাব, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, রিপন মন্ডল ও আব্দুল গাফ্ফার সাকলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।