আইপিএলের আসছে আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনেই মোস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা কর্তৃপক্ষ।
আইপিএল থেকে বাদ পড়ায় এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ তৈরি হয়েছে মোস্তাফিজের সামনে। পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে স্বাগত জানানো হয়েছে। সেখানে লেখা হয়, ‘ব্যাটাররা সাবধান—নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।’
জিও নিউজ জানিয়েছে, ১১তম আসরের জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী ২০ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। সেই তালিকায় নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমানও। জানা গেছে, পিএসএল ১১-এর জন্য এখন পর্যন্ত প্রায় ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেনসহ আরও কয়েকজন।
এবার পিএসএল শুরু হবে আইপিএল শুরুর দিন, ২৩ মার্চ। ৮ দল নিয়ে হতে যাওয়া টুর্নামেন্ট শেষ হবে ৩ মে।
মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবার—সেটি ২০১৮ সালে। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ৭ বছর পর মোস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
