ঢাকাSunday , 7 April 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাপনের কাছে যে অনুরোধ সুজনের

Sahab Uddin
April 7, 2024 5:29 pm
Link Copied!

গেল ১ যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। সেই সূত্র ধরেই বিসিবি সভাপতির সঙ্গে সখ্যতা গড়ে উঠে খালেদ মাহমুদ সুজনের। বিভিন্ন সময়ে পাপনের অনুরোধে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেছেন সুজন। সবশেষে ওয়ানডে বিশ্বকাপেও দলের সঙ্গে ভারতে ছিলেন এই বোর্ড পরিচালক।

তবে সুজনের দাবি, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে যথেষ্ট সম্মান পাননি তিনি। ফলে আর এমন দায়িত্ব নিতে চান না সাবেক এই অলরাউন্ডার। আর বিসিবি সভাপতির কাছেও অনুরোধ জানিয়ে রাখলেন, তাকে যেন আর অনুরোধ না করা হয়। অবশ্য সুজন বলেছেন পাপন ভাই তার অধিনায়ক। আজ রোববার মিরপুরের গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।

সুজন বলেন, ‘পাপন ভাই আমার অধিনায়ক উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোন সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’

নিজের সম্মানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’

সুজনের মন্তব্য, তিনি ট্যুর করতে জাতীয় দলের সঙ্গী হন না। বিশ্বকাপে সম্মান না পাওয়া নিয়ে সুজনের ভাষ্যে, ‘ট্যুর করতে বাংলাদেশ দলের সাথে যাই না। আমি ট্যুর পার্টি না, আমি এটার জন্য আগ্রহী না। আমি মনে করি, এর চেয়ে বেটার জব আমি করতে পারব। হয়তো বা আমি বড় কোচ না, অত বেশি জানিও না ক্রিকেট নিয়ে। আমার যে সম্মান আছে, আমার মনে হয়ে সেটা আমি শেষ বিশ্বকাপে পাইনি। আমি মনে করি জাতীয় দলের অ্যাসাইনমেন্ট আমি ডিজার্ভ করি না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।