ঢাকাMonday , 24 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানের কাছে সুপার ওভারে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

BDKL DESK
November 24, 2025 1:00 am
Link Copied!

চরম নাটকীয়তার ম্যাচে শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ায় রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনাল। সেখানে পাকিস্তান শাহিনসের কাছে হেরে আবারও একবার ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।

২০১৯ সালে এই পাকিস্তানের কাছেই হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের।

রোববার (২৩ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। রিপন মন্ডল এবং রাকিবুল হাসানের বোলিং তোপে পাকিস্তান শাহিনকে ১২৫ রানে আটকে দেয় বাংলাদেশ।

শাহিনসের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। এছাড়াও, আরাফাত মিনহাস ২৫ এবং মাজ সাদাকাত করেন ২৩ রান। বাংলাদেশের হয়ে রিপন ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৬ রানে ২ উইকেট নিয়েছেন রাকিবুল।

জবাব দিতে নেমে এক সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারবে বাংলাদেশ। পাক স্পিনার সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে ৫৩ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল তারা। তবে শেষ দিকে রাকিবুলের ২৪, সাকলাইনের ১৬ এবং রিপনের ১১ রানের উপর ভর করে নাটকীয়ভাবে ম্যাচটি টাই করে বাংলাদেশ। যদিও শেষ ওভারে ৭ রান লাগলেও তা নিতে পারেনি তারা।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে বল করেন ডানিয়াল। সোহান প্রথম বলে এক রান নিয়ে সাকলাইনকে স্ট্রাইক দেন। ডানিয়ালের পরের বলটি ওয়াইড হয়ে চার হয়ে যায়। তবে পরের বলেই ঘুরে দাঁড়ান এই পেসার। ওভারের দ্বিতীয় বলে সাকলাইনকে নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরান তিনি। তার পরের বলেই জিসানকে বোল্ড করেন ডানিয়াল। তাতে ৬ রানেই শেষ হওয়া বাংলাদেশের ইনিংস।

সুপার ওভারে ব্যাট করতে নেমে কোনো উইকেট হারায়নি পাকিস্তান। রিপন মন্ডলের করা প্রথম চার বলেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস। তাতে সর্বোচ্চ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল পাকিস্তান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।