বিপিএলে পারিশ্রমিক বিতর্ক যেন দুর্বার রাজশাহীর পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। একাধিকবার চেক বাউন্সের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি টুর্নামেন্ট শেষ হওয়ার পরও এখনো পুরো পারিশ্রমিক বুঝে পাননি ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুর রহমানকে আইনি হেফাজতে নেয়ার ঘটনাও ঘটেছে। সে সময় ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ১০ ফেব্রুয়ারির মধ্যে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করা হবে। তবে এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের কেবল ৭৫ শতাংশ পারিশ্রমিকই পরিশোধ করতে পেরেছে রাজশাহী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্বার রাজশাহী জানিয়েছে, তৃতীয় কিস্তিতে আমরা স্থানীয় ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছি। বিসিবির নির্দেশিকা অনুযায়ী, চতুর্থ কিস্তির টাকা ৮ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। ধৈর্য ও সহযোগিতার জন্য সকল খেলোয়াড়দের ধন্যবাদ এবং তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।
দলীয় সূত্রে জানা গেছে, বিদেশি ক্রিকেটারদের মাত্র ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে রাজশাহী। দলটির অপারেশন্স ইনচার্জ জায়েদ আহমেদ জানিয়েছেন, আমরা বিদেশিদের পারিশ্রমিক পরিশোধে কাজ করছি। আপাতত স্থানীয় ক্রিকেটারদের তিন কিস্তিতে ৭৫ শতাংশ পারিশ্রমিক সম্পন্ন হয়েছে। দ্রুত বিদেশি ক্রিকেটারদেরও পারিশ্রমিক পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।
বিপিএলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি অনুমোদনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। টুর্নামেন্ট চলাকালীন সময়ে দেখা দেয় আরও নানা অনিয়ম। প্রতিশ্রুত পারিশ্রমিক না দেয়া, একাধিকবার চেক বাউন্স হওয়া, হোটেল বিল পরিশোধ না করা এসব অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুর রহমানের বিরুদ্ধে। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেন।
বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচে অন্তত একজন বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা থাকলেও বিশেষ বিবেচনায় শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একটি ম্যাচ খেলার অনুমতি দেয় বিসিবি।
১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে রাজশাহী। নানা অনিশ্চয়তা ও টালমাটাল অবস্থার মধ্যেও দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। ২৫ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। শুধু তাই নয়, তার নেতৃত্বে ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পায় রাজশাহী।
রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক ও ফ্র্যাঞ্চাইজির আর্থিক অনিশ্চয়তা নিয়ে সমর্থক ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। বিসিবি কবে নাগাদ খেলোয়াড়দের পূর্ণ পারিশ্রমিক পরিশোধ নিশ্চিত করতে পারবে, সেটিই এখন বড় প্রশ্ন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।