ঢাকাThursday , 20 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দাদা-দাদি ও নানা-নানিকে শততম টেস্টের সেঞ্চুরি উৎসর্গ মুশফিকের

BDKL DESK
November 20, 2025 9:50 pm
Link Copied!

মুশফিকুর রহিম নিজের শততম টেস্টকে আরও রাঙিয়ে তুললেন দারুণ এক সেঞ্চুরি করে। ক্যারিয়ারের এটি ১৩তম টেস্ট সেঞ্চুরি মুশফিকের। আর এই ১৩তম টেস্ট শতকটি তিনি উৎসর্গ করলেন তার প্রয়াত দাদা-দাদী ও নানা-নানিকে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন,‘তারা যখন বেঁচে ছিলেন, আমার সবচেয়ে বড় ভক্ত ছিলেন। খুব কম নাতি-নাতনিদের ভাগ্যে এমনটা জোটে। তাদের দোয়াতেই আমি আজকে এই পর্যায়ে। এই বিশেষ অর্জন তাদেরকেই উৎসর্গ করতে চাই।’

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে মুশফিক ১০৬ রান করেছেন। এর মধ্য দিয়ে তিনি রিকি পন্টিং, জো রুটের মতো শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো গ্রেট ক্রিকেটারদের পাশে জায়গা করে নিলেন।

সংবাদ সম্মেলনে মুশফিক তার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশি সমর্থনের জন্য স্ত্রীর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, কঠোর অনুশীলনের জন্য ঘরে যে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন, তা তার স্ত্রী নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘আমার দুটো বাচ্চা আছে। বাচ্চারা রাতে ঘুমায় না, তবে আমার কখনো একদিনও নির্ঘুম রাত কাটেনি। পুরোটা সময় সে-ই রাত জেগে বাচ্চাদের সামলেছে। আমাকে চিন্তা থেকে মুক্ত করার চেষ্টা করেছে। আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ।’ মুশফিক মনে করেন, ২০১৪ সালের পর তার ক্রিকেটে যে ইতিবাচক প্রভাব পড়েছে, তার পেছনে স্ত্রীর অবদান সবচেয়ে বড়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।