ঢাকাSaturday , 11 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

তামিমের বিশ্বাস, ওয়ানডেতে সফলতার রাস্তা খুঁজে বের করবে মিরাজ-সাইফরা

BDKL DESK
October 11, 2025 3:50 pm
Link Copied!

আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজের শুরুতেই ছন্নছাড়া বাংলাদেশ। একটা সময় যে ফরম্যাটে লাল সবুজরা শক্তিশালী ছিল, সেখানে আজ করতে হচ্ছে সংগ্রাম। তবে সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিশ্বাস, বর্তমান দলের খেলোয়াড়দের সক্ষমতা ও প্রতিভা আছে। তারা সফলতার রাস্তা খুঁজে বের করবে। শুধু ফরম্যাট অনুযায়ী নিজেদের দ্রুত মানিয়ে নেয়াটা জরুরি।

পরিসংখ্যানের বিচারে টাইগারদের সফল ওয়ানডে অধিনায়ক তামিম। সময়ের পরিক্রমায় ক্রিকেট থেকে আছেন বহু দূরে। আর ফিরবেন না পছন্দের রঙিন জার্সিতে এটাও নিশ্চিত। তবে বিসিবি নির্বাচন করতে এসে যে ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে তা স্পষ্ট চোখে মুখে।

শুক্রবার (১০ অক্টোবর) ছুটির দিনেও, ফুরসত নেই সাবেক ওয়ানডে অধিনায়কের। এদিন এসেছিলেন ক্যাফে উদ্বোধন করতে। আলোচনায় উঠে এলো ক্রিকেট প্রসঙ্গ। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আধিপত্য দেখিয়ে জয় মুগ্ধ করেছে তামিমকে। তবে ওয়ানডে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট সাবেক অধিনায়ক।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা একটা ভালো অবস্থানে আছি। আমি নিশ্চিত যারা খেলছে, তাদের সবার সক্ষমতা আছে। তারা সবাই প্রতিভাবান। যত তাড়াতাড়ি ফরম্যাটের হিসেবে তারা বুঝে খেলবে অত তারাতাড়ি সফলতা আসা শুরু করবে।’

আবুধাবিতে আফগানিস্তানের কাছে ওয়ানেড সিরিজ হারের দ্বারপ্রান্তে টিম টাইগার্স। অথচ এই ফরম্যাটটা বরাবরই পছন্দের ছিল বাংলাদেশের। তামিমের মতে, দায়িত্ব নিতে হবে টপ অর্ডারকে। ভুলগুলো শুধরানোর কাজ নিশ্চয়ই করবেন কোচিং স্টাফরা, সেই প্রত্যাশা তার।

তিনি বলেন, ‘ওয়ানডে এমন একটা ফরম্যাট যেখানে টপ থ্রি থেকে রান আসাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অবশ্যই মিডল অর্ডারেরও গুরুত্ব আছে। ওয়ানডেতে সংগ্রাম করছি, যেটা সাধারণত আমাদের জন্য সবচেয়ে শক্তিশালী পয়েন্ট ছিল। কিন্তু আমি নিশ্চিত, তারা একটা পথ খুঁজে পাবে। কোচ বা ম্যানেজমেন্ট যখন আলোচনা করেন যে আলোচনাটা আসলে আমরা কেউ জানি না। তাদের একটা পরিকল্পনা থাকে, এজন্যই তাদের আনা। আমাদের ওই বিশ্বাসটা করতে হবে যে তারা আমাদের সঠিক রাস্তায় নিয়ে যাবেন। আমি খুবই আশাবাদী, যে খেলোয়াড়রা আছে তাদের সে গুন আছে, তারা সফল হওয়ার রাস্তা খুঁজে নেবে।’

সবশেষ ওয়ানডেতে বাংলাদেশের ১৮ ম্যাচে জয়ের সংখ্যাটা মাত্র ৫। তামিমের প্রত্যাশা সময়ের সঙ্গে এই দলটাই ভালো করবে ওয়ানডে ফরম্যাটে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।