সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকেও টোয়েন্টি সিরিজে হারিয়েছে টাইগাররা। এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও একম্যাচ হাতে রেখে সিরিজ জিতল লাল-সবুজের দল। তাতে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়ল লিটন দাসের দল।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।