অবশেষে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কেন্দ্র করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় তারা। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টার বিভিন্ন অগ্রগতি পর্যালোচনা করতে বিসিবি পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।
নিরাপত্তা ও সুরক্ষাজনিত বিষয় বিবেচনায় এবং বাংলাদেশ সরকারের পরামর্শ অনুযায়ী বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে দলের ভারত সফর সম্ভব নয়। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনও ভেন্যুতে স্থানান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করে চিঠি দেওয়ার কথা জানানো হয়েছে।
বিসিবির বিবৃতি অনুযায়ী, খেলোয়াড়, টিম কর্মকর্তাসহ বোর্ড সদস্য এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এখানে উল্লেখ্য, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পরই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছে বিসিবি।
আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে সার্বিক পরিস্থিতিতে ভারতে যেতে রাজি নয় বিসিবি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
