নিলামে দল পাওয়ার পরও আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশের ক্রিকেট মহলে। ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের অংশগ্রহণ করা উচিত হবে কি না, উঠে আসছে সেই প্রশ্নও। তাছাড়া বাংলাদেশ দল পুরোপুরি নিরাপত্তা পাবে কি না, সেই প্রসঙ্গও উঠে আসছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, টুর্নামেন্টটি যেহেতু আইসিসির আয়োজনে হবে, যোগাযোগ করতে হলে আইসিসির সঙ্গেই করবেন। তবে বাংলাদেশের সেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে এখনো ভারতীয় বোর্ডের মধ্যে আলোচনা হয়নি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান মিথুন মানহাস জানিয়েছেন, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা শুধুমাত্র আইপিএল পর্যন্তই সীমাবদ্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
শনিবার (৩ জানুয়ারি) সংবাদ সংস্থা আইএএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে মানহাস বলেন, ‘বিসিসিআই এই সিদ্ধান্তটি (মুস্তাফিজকে বাদ দেয়ার) বিস্তারিত আলোচনা ও পরামর্শের পর নিয়েছে এবং বিষয়টি ইতোমধ্যেই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া গণমাধ্যমকে জানিয়েছেন। এই সিদ্ধান্ত কেবল আইপিএল সংক্রান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সে বিষয়ে সিদ্ধান্ত হলে আমরা বিস্তারিত জানাব।’
এর আগে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআইয়ের নির্দেশে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায়। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন এই বাংলাদেশি পেসার।
আইপিএল মোস্তাফিজুর রহমানের বাদ পড়া বাংলাদেশের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ম্যাচগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে। সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
