ঢাকাMonday , 6 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জেনে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি

Sahab Uddin
March 6, 2023 1:12 pm
Link Copied!

টাইগারদের বিপক্ষে দীর্ঘ ১৫ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে আয়ার‌ল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে আইরিশরা। মূল সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।

আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেটে। ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে এই দুই দল। ২০ মার্চ দ্বিতীয় ও ২৩ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
অন্যদিকে ওয়ানডে সিরিজের পর ২৭ মার্চ চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে এই দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। আর ৪ এপ্রিল মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি টাইগাররা। দলটির বিপক্ষে ওয়ানডেতে ৭ জয়ের বিপরীতে ২ হার ও টি-টোয়েন্টিতে ৩ জয়ের বিপরীতে একটি হার রয়েছে সাকিব-মুস্তাফিজদের। এর আগে ২০০৮ সালে সবশেষ বাংলাদেশের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছিল আয়ারল্যান্ড।

একনজরে দেখে নেওয়া যাক, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের সময়সূচী:

তারিখ                        ম্যাচ                       ভেন্যু
১৮ মার্চ           প্রথম ওয়ানডে             সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২০ মার্চ          দ্বিতীয় ওয়ানডে            সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২৩ মার্চ          তৃতীয় ওয়ানডে            সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২৬ মার্চ          প্রথম টি-টোয়েন্টি          জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮ মার্চ          দ্বিতীয় টি-টোয়েন্টি         জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩০ মার্চ          তৃতীয় টি-টোয়েন্টি          জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪-৮ এপ্রিল      একমাত্র টেস্ট               শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।