আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবির মধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন লিটন দাস।
ঘোষিত দলে ব্যাটিংয়ের তুলনায় বোলিং বিভাগে জোর দেওয়া হয়েছে বেশি।
পাঁচজনের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং অফ স্পিনার মেহেদী হাসান।
দীর্ঘদিন ব্যাট হাতে ছন্দে না থাকায় উইকেটকিপার-ব্যাটার জাকের আলী দলে জায়গা পাননি। উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান অথবা পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
