আগামী ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচটা করাচিতে হলেও পরের ম্যাচটা দুবাইয়ে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারত লড়াইয়ে মাঠে নামবে। মূল লড়াইয়ে নামার আগে সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। এর আগে ১৩ ফেব্রুয়ারি দেশ ছেড়ে দুবাই পৌঁছা বাংলাদেশ বেশ কয়েকটি অনুশীলন সেশন কাটানোর সুযোগ পেয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ পায়নি তারা। সবমিলিয়ে তাই পুরো ফোকাস সোমবারের প্রস্তুতি ম্যাচটির দিকে।
নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো হয়েছে। প্রথমে জিম করলাম, পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগই করেছি। খুব ভালো অনুভূতি হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সব মিলিয়ে আজকের (শনিবারের) অনুশীলনের পর খুব ভালো অনুভূতি।’
২০ ফেব্রুয়ারি মাঠে নামার আগে বাংলাদেশ দল একটি ওয়ার্মআপ ম্যাচই খেলবে। বাংলাদেশের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে সেই ম্যাচটি। কেননা বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে প্রায় দুই মাস আগে। গত দুই মাসের মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ছয় দলই ওয়ানডে ম্যাচ খেলেছে। ফলে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়, কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে করলে ব্যাটসম্যানদের কষ্ট হয়, সেটা বোঝার চেষ্টা করবো।’
আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল পাকিস্তানে চলে যাবে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি এবং পাকিস্তানের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি মাঠে নামবে শান্তর দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।