ঢাকাFriday , 31 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চট্টগ্রামের উইকেটের প্রশংসা করলেন চেজ

BDKL DESK
October 31, 2025 11:15 pm
Link Copied!

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মাঠে। তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে সফরকারীরা। সিরিজ জিতে অবশ্য দারুণ খুশি এ ম্যাচে উইন্ডিজের অধিনায়ক ও ম্যাচসেরা রোস্টন চেজ।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় উইন্ডিজ।

সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ খেলেছেন আকিম আগস্তে। ঝোড়ো ফিফটিতে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ব্যাটার। তরুণ এই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ রোস্টন চেজ। পাশাপাশি চেজ নিজেও ফিফটি করেছেন।

ম্যাচসেরা হয়ে চেজ বলেন, ‘আগস্তে দারুণ খেলোয়াড়, সে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। আমি তার সাথে সিপিএলেও খেলেছি। সে তার ইনিংসে ধুঁকছিল আমি তাকে বলেছিলাম তার স্বাভাবিক খেলাটা খেলতে। আমরা আমাদের ফিল্ডিং নিয়ে কথা বলেছি। ক্যাচ মিস হতেই পারে।’

বাংলাদেশকে ১৫১ রানে আটকে রাখতে পেরে খুশি ছিল ওয়েস্ট ইন্ডিজ। চেজ আরও জানান এই সিরিজের উইকেটগুলো স্ট্রোক প্লের জন্য ভালো ছিল। ওয়ানডে সিরিজ হেরে ঘুরে দাঁড়াতে পারায় তৃপ্ত সফরকারীরা।

‘আমরা তাদেরকে ১৫১ রানে আটকে রাখতে পেরে খুশি ছিলাম। এখানের উইকেটগুলো স্ট্রোক প্লের জন্য ভালো ছিল। আমরা ওয়ানডে সিরিজ হেরেছি , তাই আমরা ৩-০ এর চেয়ে কম কিছু চাইনি। ছেলেরা শক্তভাবে ফিরে এসেছে এবং সিরিজ জিতেছে। এই সিরিজের অংশ হতে পারাটা দারুণ ছিল।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।