ঢাকাMonday , 5 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স

BDKL DESK
January 5, 2026 10:59 pm
Link Copied!

জয়ের ধারায় ছিল দুই দলই। মুখোমুখি দেখায় অবশ্য আর পেরে উঠল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দর নগরীর দলটিকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রাইডার্সরা। পাঁচ ম্যাচে চার জয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এসেছে নুরুল হাসান সোহানের দল।
সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের ১৪ তম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৯ রান করে চট্টগ্রাম রয়েলস। লক্ষ্য তাড়ায় কাইল মায়ার্সের ফিফটির পর মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ব্যাটিংয়ে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে গেছে রংপুর।

যদিও রান তাড়ায় শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস (১০)। শরিফুল ইসলামের বলে উইকেটের পিছনে অ্যাডাম রসিংটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এরপর ডেভিড মালান ও কাইল মেয়ার্সের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে রাইডার্স বাহিনী। ২৭ বল খেলে দ্বিতীয় উইকেটে তারা ৬১ রানের জুটি গড়েন। ২৫ বলে ৫০ রান করে মায়ার্স আউট হয়ে গেলে ভাঙে এই জুটি।

এরপর তাওহীদ হৃদয় (১৭) ও মালানও (৩০) আউট হয়ে গেলে চাপের মুখে পড়ে রংপুর। শেষ ৪ ওভারে দরকার ছিল ৪১ রান। তবে সব চাপ দূর করে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। উনিশতম ওভারে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ১৯ বলে ৩০ রানে। মাহমুদউল্লাহ একাই হাঁকান তিনটি চার ও একটি ছয়। দুটি চার ও একটি ছয় মারেন খুশদিল। ১২ বলে ২২ রান করেন তিনি।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে চট্টগ্রাম রয়্যালস। দলের এই স্কোরে বড় অবদান অ্যাডাম রসিংটনের; করেছেন ফিফটি। এদিন ৬টি চার ও ২টি ছয়ে ৪১ বলে ৫৮ রান করেন তিনি। মোস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ নিয়েছেন ২টি করে উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।