চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও নিজেদের ব্যর্থতা কাটাতে পারল না বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ৮৯ রানের একক লড়াইয়ে বাংলাদেশ ১৫১ রান করলেও, ১৯ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ।
এই পরাজয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ম্যাচে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে টাইগার ফিল্ডাররা ওয়েস্ট ইন্ডিজের জয়কে সহজ করে দেয়।
টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ১৫১ রান সংগ্রহ করে, যার প্রধান কৃতিত্ব ছিল তানজিদ তামিমের ৮৯ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুতেই বাংলাদেশের ফিল্ডারদের সৌজন্যে একাধিক জীবন পায়। বিশেষ করে আমীর জাঙ্গু (৩৪) ব্যক্তিগত ৯ রানে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ মিসের সুযোগ পান। জাঙ্গুকে ফেরান রিশাদ হোসেন।
তবে ওয়েস্ট ইন্ডিজের জয়ে মূল ভূমিকা রাখেন রস্টন চেস ও আকিম অগুস্তে। চতুর্থ উইকেটে তাদের জুটিতেই ম্যাচ বাংলাদেশের হাত থেকে ফসকে যায়। রিশাদ হোসেনের করা এক ওভারেই ২১ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ক্যারিবীয়রা।
ওই ওভারেই অগুস্তের ক্যাচ ফেলেন বদলি ফিল্ডার তানজিম হাসান। চেস ২৯ বলে ৫০ এবং আগুস্তে ২৫ বলে ৫০ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ১৯ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

